Snapdragon Elite X – নেক্সট পাওয়ারফুল কম্পিউটার প্রসেসরকম্পিউটার প্রযুক্তির বিকাশ সর্বদা আমাদের আগ্রহ জাগায়। প্রতি বছর নতুন প্রযুক্তি এবং বৈশিষ্ট্য নিয়ে আসছে কম্পিউটার টেকনোলজির শীর্ষ নির্মাতাগণ। এই ধারাবাহিকতায়, কোয়ালকম এনেছে তাদের নতুন কম্পিউটার প্রসেসর Snapdragon Elite X।
স্মার্টফোনের জন্য পরিচিত কোয়ালকম স্ন্যাপড্রাগন নামটি এখন ল্যাপটপে ও অন চিপ সিস্টেমেও দেখা যাচ্ছে। এটির ব্যবহার আগে মোবাইল প্রসেসর ছিল, কিন্তু এখন এটি ল্যাপটপ সিপিইউতেও ব্যবহার করা হচ্ছে। Samsung Galaxy Book Go, HP Elite Folio, লেনোভো IdeaPad 5G, Acer Spin 7 সহ অনেক ল্যাপটপে স্ন্যাপড্রাগন প্রসেসরের ব্যবহার দেখা যাচ্ছে।
পূর্বের তুলনায় আরো শক্তিশালী এবং আকর্ষনীয় ফিচারসমৃদ্ধ এই প্রসেসর, Qualcomm Snapdragon এর নতুন সংস্করণ Snapdragon Elite X হিসেবে উপস্থিতি পাবে। এটি কোয়ালকমের সবচেয়ে শক্তিশালী কম্পিউটার প্রসেসর হিসেবে প্রকাশিত হচ্ছে এবং Apple M2 চিপের সাথে সরাসরি প্রতিস্পর্ধা করবে।
এই প্রসেসরের কনফিগারেশন অনেকটাই স্বারস্য। 4 ন্যানোমিটার বিশেষ প্রসেসরটি প্রদত্ত 12টি হাই-পারফরম্যান্স ওরিয়ন কোর সহ। এটির সিংগেল কোরের পারফরম্যান্স ক্লক স্পিড 3.8 গিগাহার্টজ এবং ডুয়াল কোরের ক্লক স্পিড 4.3 গিগাহার্টজ।
কোয়ালকম দাবি করে, মাল্টি থ্রেড পারফরম্যান্সে এই প্রসেসর ইন্টেলের 13th Generation সিপিইউ থেকে 68% কম পাওয়ার কনসামশন দেখিয়েছে। এটি এপলের M2 চিপের সাথে তুলনা করে 50% দ্রুত মাল্টি-থ্রেডেড পারফরম্যান্স দাবি করেছে।
গ্রাফিক্স কোর এবং পারফরম্যান্স নিয়েও এই প্রসেসর সঠিক দিকে নিজেকে তৈরি করেছে। ARM ভিত্তিক এই প্রসে
সরটি উন্নত CPU এবং GPU পারফরম্যান্স সঙ্গে তৈরি করা। এটি এপলের M সিরিজের প্রসেসরের মতো ব্যাটারি ব্যাকআপ এবং পারফরম্যান্সে বিশেষ অবদান রেখেছে।
এটি সর্বোচ্চ ৩ টি এক্সটারনাল UHD মনিটর সংযোগ করতে পারে এবং ভিডিও এডিটিং কাজে জন্য এতে আলাদা ভাবে Adreno video processing unit (VPU) থাকবে।
ARM ভিত্তিক প্রসেসর নির্মাণে কোয়ালকমের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিলো সফটওয়্যার কম্প্যাটিবিলিটি ইস্যু। তাদের সফটওয়্যার পার্টনার এখন এ ইস্যু ঠিক করেছেন যাতে ডিভাইসগুলোতে ARM ভিত্তিক সফটওয়্যার সমস্যার আবারও সংক্ষেপণে সমাধান হয়ে এসে।
এই প্রসেসরে রয়েছে বেস্ট এআই ফিচারগুলো, কারণ এটি যুক্ত করেছে Qualcomm AI Engine। Integrated Hexagon NPU এর সাথে এটি মাইক্রো NPU সংযোজন করেছে যা সিকিউরিটি, প্রাইভেসি এবং লগইন এক্সপেরিয়েন্স বাড়ানোর জন্য সাহায্য করবে। এর সাথে বিল্ট ইন 5G Modem, Wi-fi 7 এবং Seamless Connectivity সাপোর্ট প্রদান করা হয়েছে।
সর্বশেষে, Snapdragon X Elite প্রসেসরটি পাওয়ার ইউজারদের জন্য তৈরি করা হয়েছে। এটি মূলত হাই এন্ড বিজনেস সিরিজ ল্যাপটপ গুলোর জন্য উন্নতি আনতে পারে। এই তথ্যের আলোকে, এই প্রসেসরটি বর্তমান প্রসেসর মার্কেটে নতুন মান যুক্ত করতে পারে। এপল, ইন্টেল, AMD এদের সাথে সংগ্রামে কোয়ালকমের এই প্রসেসর নতুন সংযোজন হতে পারে।